পুলিশ নিশ্চিত হয়ে তারপর ঘরের দরজা খুলুন: মোস্তাফিজুর রহমান

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩ | ৮:২৪ অপরাহ্ন
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

বর্তমান বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে একশ্রেণীর লোক বিভিন্ন বাড়িতে ডাকাতিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। তাই আপনার দরজার সামনে গিয়ে যদি কেউ পুলিশ পরিচয় দেই তাহলে আপনি আগে তার পরিচয় নিশ্চিত হবেন তারপর দরজা খুলবেন। যদি তার বিষয়ে আপনি সন্দেহ পোষণ করেন তাহলে স্থানীয় থানায় ফোন দিয়ে আগন্তুকের পরিচয় নিশ্চিত হয়ে নিবেন। আর একটি কথা মনে রাখবেন আপনার সচেতনতায় যেকোনো বিপদ মোকাবেলায় মক্ষম ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক, আপনার নিরাপত্তা প্রদানকারী তাই যেকোন বিপদে আপনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন তাহলে পুলিশ আপনার বিপদে ঢাল হয়ে দাঁড়াবে। শুক্রবার বিকাল ৫ টায় শালিখা উপজেলার শরশুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শালিখা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাগুরা জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শালিখা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, ভয় ও জড়তা বাদ দিয়ে পুলিশকে বন্ধু ভেবে আপনার সমস্যার কথা খুলে বলুন, দেখবেন পুলিশ আপনাকে একটি সুন্দর জীবন পরিচালনা করতে সহায়তা করবে। শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আল-ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা থানার হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কাশেম, শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্বাচ উদ্দিন , শরশুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিকুসহ স্থানীয় শতাধিক ব্যক্তিবর্গ প্রমূখ। উক্ত ওপেন হাউস ডে তে সাধারণ জনগণ তাদের বিভিন্ন সমস্যার কথা উপস্থিত পুলিশের সম্মুখে তুলে ধরলে পুলিশ তা সমাধানের নিশ্চয়তা দানের পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে নানাবিধ পরামর্শ প্রদান করেন ও শালিখা উপজেলাকে একটি আদর্শ উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।