চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে দেশের প্রথম ‘জাতীয় আইন সম্মেলন’। ‘পরিবর্তনশীল বিশ্বে আইন’ প্রতিপাদ্যে শনি ও রোববার আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী এ সম্মেলন। শনিবার সকাল সাড়ে ১০টায় চবির আইন অনুষদ মিলনায়তনে শুরু হয় এ সম্মেলন। দুদিনে দেশ-বিদেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৭০ জন গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। চবির আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবীর পরিচালনায় শনিবার প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহানউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন-চবি আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও সিনিয়র ডিস্ট্রিক্ট ও সেশন জজ ড. আজিজ আহমেদ ভূঁইয়া।