অস্ট্রেলিয়ার বিপক্ষে সিনিয়রদের বিশ্রাম দেবে ভারত?

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩ | ৬:১৩ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

এশিয়া কাপ জয়ের পর এবার ভারতের সামনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। আগামী ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এরই মধ্যে সিনিয়র ক্রিকেটার প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিশেল মার্শদের ফিরিয়ে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপের ঠিক আগের এই সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় সংবাদ সম্মেলন করে রোহিত শর্মা ও অজিত আগারকারের অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার কথা। ওই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক হার্ডিক পান্ডিয়া, সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও ইনজুরি থেকে ফেরা পেসার জাসপ্রিত বুমরাহ বিশ্রামে থাকতে পারেন। ইনজুরি থেকে ফিরে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন কেএল রাহুল। ফেরার পরের ম্যাচেই সেঞ্চুরি করেছেন তিনি। তাকে পুরোপুরি ছন্দে ফেরার সুযোগ দেওয়া হবে অস্ট্রেলিয়া সিরিজে। ওপেনিংয়ে শুভমান গিলের সঙ্গে বিশ্বকাপের বিকল্প ওপেনার ইশান কিষাণকে ঝালিয়ে নেওয়ার সুযোগ নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এছাড়া শ্রেয়াস আয়ার এশিয়া কাপের দলে থাকলেও কোন ম্যাচ খেলতে পারেননি। পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। বিশ্বকাপ দলে টিকে থাকার জন্য অস্ট্রেলিয়া সিরিজটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তরুণ তিলক ভার্মাকে টানা ম্যাচ খেলাতে, ডানহাতি অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরকে পরখ করে রাখতে চায় ভারত।