ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট, ভিসা, বোর্ডিং পাস ছাড়াই শিশু বিমানে ওঠার ঘটনার তদন্ত প্রতিবেদন শিগগিরই দাখিল করা হবে। প্রতিবেদন অনুযায়ী, জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে। রোববার বেবিচকের সদস্য (নিরাপত্তা) গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী সমকালকে বলেন, ঘটনার তদন্ত চলছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেক সংস্থার দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি স্পষ্ট বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত সোমবার রাতে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে উঠে পড়ে এক শিশু। তার সঙ্গে পাসপোর্ট, টিকিট ও বোর্ডিং পাসও ছিল না। বিষয়টি টের পেয়ে তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এদিকে, বিমানবন্দরের লকার থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায়ও নিরাপত্তা ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মান্নাফী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে।