সিরাজদিখানে নৌকাডুবে নিখোঁজের এক দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের  লাশ।

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩ | ৯:০৫ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ সামছু উদ্দিন বেপারীর (৭০)লাশ আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় ধলেশ্বরী নদীতে ভেসে উঠে। এর আগে গতকাল রবিবার সকাল ৬ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের মৃত তাহের আলীর পুত্র ও ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন সুলিতানার বাবা  সামছুউদ্দিন বেপারী গরুর ঘাসকাটার জন্য নিজের ডিঙ্গি নৌকা যোগে ধলেশ্বরী নদী পার হতে ছিলেন । এ সময় মদিনার ফুল নামক খালি একটি বাল্কহেড  ডিঙ্গি নৌকা ওপর উঠিয়ে দিলে নৌকা পানিতে তলিয়ে যায়  এবং নৌকায় থাকা  সামছুউদ্দিন বেপারী  নিখোঁজ হন।  রবিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও  সন্ধান পায়নি। আজ সমবার সকালে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে উপজেলার বালুচর এলাকায় ধলেশ্বরী নদীতে লাশটি ভেসে উঠে ।রাজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.তৈয়ব আলী ও ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল লাশ উদ্ধাররের বিষয়টি নিশ্চিত করে বলেন ,আজ সকালে নিহতের স্বজনরা একটি ট্রলারে করে নদীতে নিখোঁজের সন্ধান করতে গিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালুচর নামক এলাকার নদীতে লাশ ভাসতে দেখে । পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে আসেন।সিরাজদিখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নদীতে স্রোতের   কারনে লাশটি দূরে ভেসে যায় । ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ।ঘাতক বাল্কহেডটি গকতাল রবিবার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা পুলিশ আটক করেছে।