এনরিকের মতে, চ্যাম্পিয়ন্স লিগের মোহে অন্ধ পিএসজি

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩ | ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে মঙ্গলবার। বুধবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আসর শুরু করবে পিএসজি। নিউক্যাসল ইউনাইটেড ও এসি মিলানকে নিয়ে মৃত্যুকূপে পড়েছে প্যারিসিয়ানরা। কোচ লুইস এনরিকের সামনে তাই গ্রুপ পর্ব পার হওয়াই বড় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ শুরুর আগে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে মোহ ভালো বিষয় নয় বলে মন্তব্য করেছেন স্প্যানিশ কোচ এনরিকে। তার মতে, কোন কিছুর প্রতি মোহ অন্ধতার পর্যায়ে পৌঁছালে তা ভালো ফল আনে না। এনরিকে বলেছেন, ‘কোন ক্লাবের কিছু পাওয়ার জন্য মোহাচ্ছন্ন হয়ে পড়া ভালো লক্ষণ নয়। আমাদের অবশ্যই উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে, কিন্তু অন্ধ মোহ রাখা যাবে না। জীবনের প্রতি পদক্ষেপেই, মোহ থেকে দূরে থাকতে হবে। অবশ্যই আমরা ভালো খেলতে চাই, কিন্তু মোহ নিয়ে নয়।’ নেইমার-এমবাপ্পে জুটি তিন মৌসুম আগে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন। কিন্তু গত দুই মৌসুমে মেসি-নেইমার ও এমবাপ্পেকে নিয়ে গড়া আক্রমণভাগ ইউরোপ সেরার লড়াইয়ে ব্যর্থ হয়েছে। সর্বশেষ মৌসুমে শেষ আটে বিদায় নিয়েছে প্যারিসিয়ানরা। এবার লুইস এনরিকের অধীনে মেসি ও নেইমারকে ছাড়া নতুন চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করছে পিএসজি। এমবাপ্পের সঙ্গে জুটি গড়তে এরই মধ্যে প্যারিসিয়ানরা উসমান ডেম্বেলে, গঞ্জালো রামোস, মার্কো অ্যাসেনসিও ও রান্দাল কোলো মুয়ানিকে দলে ভিড়িয়েছে। কিন্তু পিএসজি এখনও মৌসুমে দাপুটে ফুটবল দেখাতে পারেনি। সর্বশেষ লিগ ম্যাচেও তারা নাইচের কাছে হেরেছে ৩-২ গোলে।