জেলা প্রশাসক (ডিসি) ও বিচারকদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সেদিন দেখলাম এক ডিসি বলছেন— বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না। একজন বিচারক বললেন— বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না। আরে ভাই তোমরা কেডা? জনগণ কার হাতে ক্ষমতা দেবে, সেটা জনগণ নির্ধারণ করবে।’ মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ‘সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা’ দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিচার ব্যবস্থার সমালোচনা করে সরকারপ্রধানের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে কোর্টে চোর-ডাকাতের খবর নাই, চোর-ডাকাতের বিচার নাই। বিচার হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। ভেবেছেন পুলিশ দিয়ে গ্রেফতার করবেন আর কোর্ট-কাচারি দিয়ে বিচার করবেন। এইভাবে হয় না। মুসোলিনি, আইয়ুব খানও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আপনিও পারবেন না।’ বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই সরকারের পদত্যাগ কিংবা অপসারণ সময়ের ব্যাপারমাত্র। যাই-যাই করছে, বড় ভয়ে এই সরকার। আজকে যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, জাতিকে মুক্ত করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দরকার।’ তিনি বলেন, ‘আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব, আমরা ঢাকা শহরসহ সারা দেশে এমন একটা অবস্থা সৃষ্টি করব যে, এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সেই দিনের জন্য আপনারা প্রস্তুতি নিন, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না।’ ‘বিএনপি ক্ষমতায় এলে এক রাতে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে’— আওয়ামী লীগের পক্ষ থেকে এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে আব্বাস বলেন, ‘আপনারা কী এমন অপরাধ করলেন যে এক রাত্রে শেষ হয়ে যাবেন? আপনারা কি বিষ খাইবেন নাকি? আমি তো বুঝলাম না! আমরা তো লাঠি, দা, কাঁচি নিয়ে বসে নাই। আমরা দেশকে মুক্ত করতে চাই আপনাদের হাত থেকে। আপনাদের আমরা কোনো অত্যাচার করতে চাই না।