কৃষ্ণসাগরের দক্ষিণাঞ্চলীয় বন্দর থেকে শস্য নিয়ে একটি জাহাজ রওনা হওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী ওলেকসান্দর কুরাকভ বলেন, রেজিলিয়েন্ট আফ্রিকা নামের জাহাজটি তিন হাজার টন গম নিয়ে চোরনোমোরস্ক বন্দর ছেড়ে গেছে। এটি বসফরাস প্রণালির দিকে যাচ্ছে। ওলেকসান্দর কুরাকভ আরও বলেন, কৃষ্ণসাগরে নতুন করিডর ব্যবহার করে এ জাহাজটির পাশাপাশি আরও একটি জাহাজ ইউক্রেন বন্দরে পৌঁছায়। খুব শিগগির অপর জাহাজটিতে মালবোঝাই করে তা মিসরের উদ্দেশে পাঠানো হবে। জাতিসংঘ সমর্থিত রাশিয়া-ইউক্রেন শস্যচুক্তি ভেস্তে যাওয়ার পর কিয়েভ একতরফাভাবে নতুন এ পথের ঘোষণা দেয়। পথটি কৃষ্ণসাগরের পশ্চিম উপকূলের সঙ্গে সংযোগ তৈরি করেছে। ইউক্রেন সূর্যমুখী তেল, বার্লি, ভুট্টা এবং গমের মতো ফসলের জন্য বিশ্বের বৃহত্তম সরবরাহকারী হিসাবে পরিচিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ ইউক্রেনে হামলা শুরু করে। হামলার পর মস্কোর নৌবাহিনী দেশটির কৃষ্ণসাগরবর্তী বন্দরগুলোর নিয়ন্ত্রণে নেওয়ায় রপ্তানির জন্য ২০০ কোটি টন শস্য আটকে যায়। ফলে বেড়ে যায় খাদ্যের দাম। বিভিন্ন দেশে শুরু হয় খাদ্য সংকট। মস্কো অভিযোগ করে, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো তার নিজস্ব কৃষি রপ্তানি সীমাবদ্ধ করছে। এজন্য শস্যচুক্তি ভেঙে দেয়। অভিযোগের পর ইউক্রেনে আসা বেসামরিক জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসাবে বিবেচনা করার হুমকি দেয় রাশিয়া। ইউক্রেনের শস্য অঞ্চল ওডেসাতে একের পর এক হামলা চালায় দেশটি।