প্রকাশিতঃ সেপ্টেম্বর ২০, ২০২৩ | ৯:৩৭ অপরাহ্ণ
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ

নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা-২০২৩ এর পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বিকেলে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে পরিষদ মিলনায়তনে তিন দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনে সাংস্কৃতিক, পুরষ্কার ও সমাপনী অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। উন্নয়ন মেলায় উপস্থিত ৪১টি ষ্টলকেই সান্তনা পুরষ্কার দেন মেলা কর্তৃপক্ষ । কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো.আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া। এসময় ইউপি চেয়ারম্যান মো.জাকির আলম ভূঞা, মো.কামরুজ্জামান সোহাগ, শহিদুল ইসলাম কল্যান, মো.ইসলাম উদ্দিন, এনামুল কবীর খান, মো.লুৎফর রহমান, মো.ফজলুর রহমান, এডভোকেট সারোয়ার জাহান কাওসার, মাহবুব আলম বাবুল, আব্দুস ছালাম বাঙ্গালী, কেন্দুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ সুধীজন উপস্থিত ছিলেন।