সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকার বিজয় নিশ্চিত ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বেলকুচির পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা জনসভা করেছেন। শনিবার বিকালে চালা সাতরাস্তা সংলগ্নে ও চালা এলাকাবাসীর আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবক আলমাছ কোম্পানীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা\'। তিনি বলেন, শত শত মানুষের উপস্থিতিই বলে দিচ্ছে আগামী নির্বাচনে সিরাজগঞ্জ ৫ আসন থেকে নৌকার মনোনয়ন পেলে বিজয় সুনিশ্চিত হবে। ক্ষমতার মূল উৎস হলো সাধারন জনগন\'। আমি এই আসনের জনগণকে সাথে নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি সব সময় সাধারণ মানুষের পাশে আছি এবং আগামীতেও থাকবো। তিনি আরও বলেন, বর্তমান এমপি মমিন মন্ডল জনগন থেকে বিচ্ছিন্ন। মনোনয়নকে সামনে রেখে যখন সকল মনোনয়ন প্রত্যাশিরা জনগণের কাতারে নৌকার প্রচারণা করছে তখন বর্তমান এমপি মমিন মন্ডল তার নিজ আসনেই উপস্থিত থাকে না। রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে পার্টি অফিসেও পুলিশের বহর নিয়ে এমপি তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালায়\'। আমরা জনগণের জন্য কাজ করি জনগণের পাশে থাকি। তাই জনগণকে নিয়ে আগামী নির্বাচনে নৌকার কান্ডারী হতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নৌকার হাল ধরতে চেয়েছি। তিনি বলেন বর্তমান সংসদ সদস্য একজন শিল্পপতি। গত পাঁচ বছরে তার আসনে ২৪টি রাস্তা আর সাতটি স্কুলের উন্নয়নের মধ্য দিয়ে তার উন্নয়ন কার্যক্রম শেষ হয়েছে। অথচ তার কোম্পানি ত্রিশটি লাইসেন্স থেকে বর্তমানে ৫০ টি হয়েছে। এমপি জনগণের ভাগ্যের উন্নয়ন না ঘটিয় তার ব্যক্তিগত উন্নয়ন সমৃদ্ধ করেছে। তাই আগামী দিনে প্রকৃত আওয়ামী লীগের হাতে নৌকার মাঝি নির্ধারন করে নির্বাচন করতে হবে তাহলে নৌকার বিজয় নিশ্চিত\'। জনসভায় আরও বক্তব্য রাখেন, কাউন্সিলর ফজলুর রহমান ফজল, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার ঊষা, সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন- আহ্বায়ক ফারুক সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সদস্য আবু সাঈদ, ওর্য়াড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, আশরাফ মোল্লা, রিয়াদ হোসেন প্রমুখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ওর্য়াডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।