প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩ | ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার দেশটির কোটা ভারু গুয়া মুসাং জেলার পুলিশপ্রধান সুপ্ত সিক চুন ফু এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারদের মধ্যে আটজন ভারতীয় এবং চারজন বাংলাদেশি রয়েছেন। ১২ অভিবাসী শনিবার দুপুর ১টার দিকে এক্সপ্রেস বাসে রাজধানী কুয়ালালামপুর থেকে ভারু গুয়া মুসাংয়ে যাচ্ছিলেন। পথে গুয়া মুসাং জেলা পুলিশ সদর দপ্তরের সামনে অপ ক্যান্টাস (অভিযান) চলাকালীন তাদের গ্রেফতার করা হয়। পুলিশপ্রধান সুপ্ত সিক চুন ফু বলেন, ‘বাসযাত্রীদের স্ক্রিনিং করার সময়, আট ভারতীয় এবং চার বাংলাদেশি কোনো শনাক্তকরণ বা বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হয়। তাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি)-এর অধীনে তদন্তের জন্য গুয়া মুসাং পুলিশ সদর দপ্তরে রাখা হয়েছে।’ গত ৩০ আগস্ট কেলান্তান থেকে একটি এক্সপ্রেস বাসে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৬ বিদেশিকে গ্রেফতার করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।