নারী যখন জম্মায়
ইসলাম বলে
যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়
তার ঘর বরকতময়.....!!!
নারী যখন বিবাহিত
তখন ইসলাম বলে
সেই পুরুষ সর্বোত্তম যে
তার স্ত্রীর কাছে উত্তম....!!!
নারী যখন গর্ভবতী
খন ইসলাম বলে
ডেলিভারিতে যে নারী মারা যায়
সে শহীদি মর্যাদা পান....!!!!
নারী যখন মা
তখন ইসলাম বলে
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত...!!!
নারীকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে,,,
তাই নিজের মর্যাদা অনুযায়ী চলতে হবে।।
মর্যাদা যদি সবাই বুঝতো
তাহলে কেউ বেপর্দায় চলতো না...!!!!
হে নারী,,,
তুমি তোমার নিজের মর্যাদা নিজে রাখতে শিখো,
দেখবে তোমায় সারা বিশ্ব সম্মান করবে।।
তোমায় তোমার জন্য হলেও
নিজেকে গড়তে হবে।।
নিজের মর্যাদা বুঝতে হবে,,,
হে নারী তুমি তো সাহসিনী...!!!!
হে আল্লাহ তুমি আমাদেরকে এটা বোঝার তৌফিক দিও। আমিন