ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি জোরদারের ম্যাচে বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টিতে ভেসে যায় দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান এবং ভারত-ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচ দুটি। এই দুই ম্যাচে বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের মধ্যকার প্রস্তুতি ম্যাচেও বৃষ্টি বাগড়া দেয়। বৃষ্টির কারণে খেলা শুরু হয় কার্টল ওভারে। ২৩ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৬ রান করে অস্ট্রেলিয়া। টার্গেট তাড়ায় ১৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান করে নেদারল্যান্ডস। এরপর ফের বৃষ্টি শুরু হলে ম্যাচটি পরিত্যক্ত হয়। সোমবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান করে টাইগাররা। এরপর শুরু হয় বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২৬৪ রানের টার্গেট তাড়ায় ৪৮ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয়ে প্রস্তুতি জোরদার করে টাইগাররা।