চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে। গত ১ অক্টোবর\"২৩\"খ্রিঃ রোববার বিকাল সোয়া ৩ টায় চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের দিক নির্দেশনায় এসআই আশরাফুল সংগীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর লঞ্চঘাটে নিয়মিত অভিযান পরিচালনা করেন। এ সময় লক্ষ্মীপুর জেলার রামগতি থানার আলেকজান্ডার(জেলে বাড়ী)অনিক চন্দ্র দাস(২২) ৩৫ বোতল ফেনসিডিল নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য চাঁদপুর লঞ্চঘাটে আসে। নৌ পুলিশের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে তার সাথে থাকা সিলিং ফ্যানের কাটুনে করে ফেন্সিডিল বহন করে নিয়ে যাচ্ছিল। ওই ফ্যানের কাটুন তল্লাশী করে তা থেকে পুলিশ ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ঘটনার বিষয়ে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করেন। এ বিষয়ে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, নদী পথে যে কোনো ধরনের অন্যায় অপরাধ, চোরি, ডাকাতি, মাদক পাচার রোধে আমরা জিরো টলারেন্সে রয়েছি। আমরা মাদকের প্রতি কোনো আপোষ করবো না। তিনি আরো জানান, আটক অনিক চন্দ্র দাস কুমিল্লার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে বরিশাল নিয়ে যাওয়ার জন্য চাঁদপুর লঞ্চ ঘাটে আসে। তখন নৌ পুলিশের হাতে আটক হয়।তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।