ভারতের অমৃতসরে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় চারজন মারা গেছেন। অমৃতসরের মাঝিঠা সড়কে এ ঘটনা ঘটে। কী কারণে সেখানে আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। কারখানায় অতিরিক্ত পরিমাণে রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় কারখানায় কাজ চলছিল। এর ফলে আগুন লাগার কারণে কয়েকজন শ্রমিক কারখানার মধ্যেই আটকে পড়েন। কয়েকজন শ্রমিককে উদ্ধার করা হলেও চারজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। সেখানে এখনো উদ্ধার তৎপরতা চলছে। ২৪ ঘণ্টায় ভারতের আরও এক শহরে অগ্নিকাণ্ডে প্রাণহানি হয়েছে। শুক্রবার ভোরে মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় ভোর ৩টা ৫ মিনিটে ওই বহুতল ভবনে আগুন লাগে। সকাল ৬টায় দমকল বাহিনীর চেষ্টায় সেখানকার আগুন নিয়ন্ত্রণে আসে। ইন্ডিয়া টুডে।