জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজশাহীতে লফস এর ক্যাম্পেইন

প্রকাশিতঃ অক্টোবর ৯, ২০২৩ | ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতাবৃদ্ধি এবং ব্যবহার হ্রাসে প্রতি বছর ৯ অক্টোবর পালন করা হয় জাতীয় তামাকমুক্ত দিবস।দিবসটি উপলক্ষ্যে এবছরের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে “জীবনের জন্য,পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন ”।মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের পূর্বেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন।এ লক্ষ্যে সরকার গ্রহণ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর সহযোগিতায় ও বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস এর আয়োজনে ৯ অক্টোবর (সোমবার) জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে “জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন” স্লোগানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহনে ‘‘ধুমপান হতে বিরত থাকুন-ইহা শাস্তি যোগ্য অপরাধ\" সম্বলিত সাইন ও স্টিকার ক্যাম্পেইন করা হয়। কাম্পেইন পরিচালনা করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন,প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল ও রাকিবুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন পেশার জনসাধানরণ ক্যাম্পেইন এ অংশগ্রহণ করেন।