নাটোরে নারী অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিতঃ অক্টোবর ৯, ২০২৩ | ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প নাটোর জেলা পর্যায়ে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৯ অক্টোবর) দুপুরে নাটোর দিঘাপতি এম কে কলেজের শিক্ষক মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এ যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ কৃষিবিদ আমজাদ হোসেন, জেলা যুব উন্নয়নের উপ পরিচালক কে এম আব্দুল মতিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) উপ-পরিচালক শারমিন শাপলাসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. এনামুল হক খান লিটন,ডাসকো ফাউন্ডেশন\'র ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানমসহ নাটোর ইউনিটের কর্মীবৃন্দ ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা, উপজেলা, ইউনিয়ন ও কমিউনিটি সিএসও সদস্য অংশগ্রহণ করেন।