মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন,স্বামী গ্রেফতার।

প্রকাশিতঃ অক্টোবর ৯, ২০২৩ | ৯:০৫ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে।  এ ঘটনায় স্বামী মিজানকে (২৮) গ্রেফতার করে আজ সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।এদিকে নিহতের লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রোববার ৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে নিহতের মামা আতাউল্লার বসত বাড়ির উত্তর ভিটির দোচালা টিনের ঘরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাদিয়া আক্তারকে গামছা গলায় পেচিয়ে স্বাসরোধ করে হত্যা করে স্বামী মিজান।এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম বাদী একটি হত্যা মামলা দায়ের করেন।জানাযায় গত ১০ বছর পুর্বে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুনচর গ্রামের ইমান আলীর ছেলে মিজান (২৮)এর সাথে উপজেলার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের রানা মিয়ার মেয়ে সাদিয়া আক্তারের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়।তাদের সংসারে ছেলে রিয়াদ (৭) ও মেয়ে ফাইজা (৩) নামের দুই সন্তান রয়েছে। মিজান দির্ঘদিন যাবৎ কুয়েত প্রবাসী। গত এক বছর আগে কুয়েতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে সে। সেখানে চিকিৎসা নিয়ে দুই মাস আগে বাড়িতে ফিরে আসে। ফিরে আসার পূর্ব হতেই পারিবারিক বিরোধ ও সড়ক দূর্ঘটনায় আহত মিজানের আর্থিক অনটন থাকায় বিরোধ প্রকট আকার ধারন করে। পরে রবিবার রাতে স্ত্রীকে গলায় গামছা পেচিঁয়ে স্বাসরোধ করে হত্যা করে সে।এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন দৈনিক ডোনেট বাংলাদেশ কে জানান, ঘাতক স্বামীকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদলতে প্রেরণ করা হয়েছে। হত্যার  খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি ও ঘাতক স্বামী মিজান কে গ্রেফতার করি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের সাথে জড়িত বলে ধারনা করা হচ্ছে। আশা করি,দ্রুতই তদন্ত শেষ হবে ও পুরো রহস্য উন্মোচন হবে।লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি।আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপ্রেক্টর জামালউদ্দিন  বলেন, স্ত্রী হত্যার ঘটনায় স্বামীকে আদালতে আনা হয়েছে।