নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে গ্রেফতার ৪

প্রকাশিতঃ অক্টোবর ১৬, ২০২৩ | ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

নাটোরের বাগাতিপাড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ বিক্রেতা গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার(১৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জামনগর, শালাইনগর, কালিকাপুর এবং পেড়াবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বাগাতিপাড়া উপজেলার জামনগর শাহাপাড়া এলাকার মো. তুজাম্মেল হকের ছেলে মোঃ সম্রাট ইসলাম (২২), একই উপজেলা বাঁশবাড়িয়া শালাইনগর এলাবার মো. বদর আলীর ছেলে মোঃ সুমন আলী(৩০), একই উপজেলার কালিকাপুর দিয়ারপাড়ার এলাকার আঃ হান্নানের ছেলে মোঃ নয়ন আলী(৩০) এবং শালাইনগর পূর্বপাড়া এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে রিপন আলী (৪০)। নাটোর র‌্যাব-৫ জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকারের নেতৃত্বে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ জন বিক্রেতাকে গ্রেফতার করা হয়। অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিল। তাদের কাছ থেকে ৪টি সিপিইউ, ৫টি হার্ডডিক্স, ২টি এসএসডি কার্ড জব্দ করা হয়। গ্রেফতাররা স্বীকার করে দীর্ঘদিন ধরে যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি সরবারহ করে আসছিল ববলে স্বীকার করেন। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।