ভারত-নিউজিল্যান্ডের মধ্যে পরিসংখ্যানে কে এগিয়ে?

প্রকাশিতঃ অক্টোবর ২২, ২০২৩ | ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

এবারের বিশ্বকাপে ১০ দলের মধ্যে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে শুধু স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। প্রথম চার ম্যাচের সবকটি জিতে দুদলই যেন উড়ছে। এবার দুই অজেয় দলের যে কোনো একটির স্বপ্নযাত্রায় ছেদ পড়বে। ধর্মশালায় আজ বিশ্বকাপের ব্লকবাস্টার ম্যাচে দেখা হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের। পরাজয়ের প্রথম তেতো স্বাদ পাবে কে? স্বাগতিক হিসাবে ভারত একটু এগিয়ে থাকলেও পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপে দুদলের মুখোমুখি লড়াইয়ে ৫-৩ এ এগিয়ে নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে কিউইদের কাছে ১৮ রানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। তবে এবার অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে টানা চার ম্যাচে দাপুটে জয়ের পর অতীতের ভূত তাড়া করছে না স্বাগতিকদের। নিউজিল্যান্ড-পরীক্ষার আগে উদ্বোধনী জুটির সঙ্গী শুবমান গিলের এক প্রশ্নের জবাবে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘চারে চার হয়ে গেছে। একই মানসিকতা ও ছন্দ ধরে রাখতে পারলে পাঁচে পাঁচও হয়ে যাবে। অতীতে কী হয়েছে সেটা এখানে প্রাসঙ্গিক নয়। নির্দিষ্ট দিনে আপনি কেমন খেলবেন সেটাই সব কিছু।’ ২০০৩ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। তবে এবার রোহিত, কোহলি, বুমরারা যে আগুনে ফর্মে আছেন, তাতে অতীতচারী হতে নারাজ নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথামও, ‘পরিসংখ্যানে সত্যিই আমার আগ্রহ নেই। ভারত দুর্দান্ত এক দল। সব বিভাগেই সমান শক্তিশালী। দীর্ঘদিন ধরে তারা দাপুটে ক্রিকেট খেলছে। আইসিসি টুর্নামেন্টের মতো দ্বিপাক্ষিক সিরিজেও স্মরণীয় কিছু দ্বৈরথ আছে আমাদের। আমরা জানি, ভারতকে ভারতের মাটিতে হারাতে হলে কতটা ভালো খেলতে হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেই চেষ্টাই থাকবে আমাদের।’ পয়েন্ট সমান হলেও রানরেটে ভারতের চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে নিউজিল্যান্ড। আজ যে দল জিতবে তারা কার্যত সেমিফাইনালে এক পা দিয়ে ফেলবে। আগের ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে আজ পাচ্ছে না ভারত। তবে স্বাগতিকদের জন্য এটা বড় কোনো ধাক্কা নয়। ভারতের বেঞ্চে আছেন মোহাম্মদ শামি, সূর্যকুমার যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের মতো বিশ্বমানের বিকল্প। ধর্মশালার উইকেট পেস সহায়ক হওয়ায় আজ সুযোগ পেতে পারেন শামি। একইভাবে পুরো দল ছন্দে থাকায় নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের চোট নিউজিল্যান্ডের জয়যাত্রার পথে বাধা হতে পারেনি। অভিজ্ঞ পেসার টিম সাউদি চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত। তবে বোল্ট, হেনরি, ফার্গুসনরা নিয়মিত ভালো করায় একাদশে তার জায়গা অনিশ্চিত। চার ম্যাচে ১১ উইকেট নেওয়া স্পিনার মিচেল স্যান্টনার আজও হতে পারেন কিউইদের তুরুপের তাস। ওয়ানডেতে মুখোমুখি দুদল ম্যাচ ভারত জয়ী নিউজিল্যান্ড জয়ী টাই ফল হয়নি ১১৬ ৫৮ ৫০ ১ ৭ বিশ্বকাপে ৯ ৩ ৫ ০ ১