ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের শিকার অসহায় ফিলিস্তিনিদের সমর্থনে পারস্য উপসাগরে নৌমহড়া চালিয়েছে ইরান। শনিবার দেশটির স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের পক্ষ থেকে এই মহড়া পরিচালানা করা হয়। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, নৌ কমান্ডার আলী বাখশায়ি বলেছেন, ফিলিস্তিনের মজলুম মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। দখলদার ইসরাইলের চলমান পাশবিকতার বিরুদ্ধে আহওয়াজ, হেন্দিজান ও আরভান্দকেনারে পারস্য উপসাগরের পানি সীমায় নৌ মহড়া চালানো হয়েছে। তিনি বলেন, মহড়ায় বিভিন্ন ধরনের নৌযান অংশ নিয়েছে। বিপুল সংখ্যক নৌযানে এ সময় ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধ ফ্রন্টের পতাকা শোভা পাচ্ছিল। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। গাজার মানুষের দুঃখ-দুর্দশায় যে ইরানিরাও মর্মাহত তা প্রকাশ করা হয়েছে। এদিকে ইরানের বিভিন্ন শহরে প্রতিদিনই ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিত্বরা বিবৃতি দিচ্ছেন এবং কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। অপরদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রী বলেছেন, ইসরাইলকে ঐশী শাস্তির (আল্লাহর শাস্তি) পাশাপাশি মানুষের পক্ষ থেকেও শাস্তির সম্মুখীন হতে হবে। এই প্রতিশোধ ইসরাইলের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক হবে বলেও হুশিয়ার করেন তিনি।