২২ অক্টোবর (রবিবার) মর্গ কর্মচারী (ডোম) মানু কুমার ডোম ও তার স্ত্রী বিজলী রানী ডোমের হাতে টেস্টিং ফিসের চেক তুলে দেন মাগুরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাসের বেগ। উল্লেখ্য যে, মানু কুমার ডোম ও তার স্ত্রী বিজলী রানী ডোম ২০১৮ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১৬ মার্চ পর্যন্ত মোট ৪০৭টি অস্বাভাবিক মৃত্যুজনিত (Unnatural Death) লাশ কর্তন করেছেন। ইতোপূর্বে, ০৯ অক্টোবর ২০২৩ তারিখে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ উক্ত ডোমদ্বয়ের সাথে সাক্ষাত করেন এবং তারা তাদের পেশাগত সুযোগ-সুবিধার বিষয়ে জেলা প্রশাসকে অবহিত করলে জেলা প্রশাসক তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেন। পরবর্তীতে, মাগুরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাসের বেগ লাশ পরিবহনের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঝে ০৫টি চেকের মাধ্যমে মোট ১,১০,৪৮৮/- (এক লক্ষ দশ হাজার চারশত আটাশি) টাকা প্রদান করেন।