মহাদশমীতে মা দুর্গাকে বিদায় জানাতে পূজামণ্ডপে নারী ভক্তদের সিঁদুর খেলা

প্রকাশিতঃ অক্টোবর ২৪, ২০২৩ | ৬:০৭ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

আজ বিজয়া দশমী। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন আজ। সকাল থেকে ঢাকের বাদন, শঙ্খের ধ্বনি, কাসর ঘণ্টা আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠে পুজামণ্ডপ ও আশপাশের এলাকা। মঙ্গলবার সকাল থেকেই শেরপুর জেলার ১৫৭টি পূজামণ্ডপে বিহিতপূজার মাধ্যমে অনুষ্ঠিত হয় দশমীপূজা। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বেজে উঠে ঢাক ও শঙ্খের ধ্বনিতে। মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখ ভিজে আসে বেদনার জলে। দশমীপূজার আনুষ্ঠানিকতা শেষে দুর্গা মায়ের কৃপা পেতে ফুল ও বেলপাতাসহ অন্যান্য উপকরণ দিয়ে মায়ের পায়ে অঞ্জলি প্রদান করেন ভক্ত ও পূজারিরা। পরে দর্পণ-বিসর্জন দেওয়া হয়। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন। তাই মা দুর্গাকে বিদায় জানাতে পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেন নারী ভক্তরা। মণ্ডপে মণ্ডপে উপস্থিত নারী ভক্তরা এক অপরের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর শহরের আড়াইআনী বাড়ির পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। দশমী মানেই দেবীদুর্গার ফিরে যাওয়া, আর ভক্তদের অপেক্ষা আরও একটি বছরের। মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে গত শুক্রবার শুরু হয় পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব।