হামাসের আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০২৩ | ৫:০৮ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ইসরাইলে হামাসের অভিযানে ড্রোন হামলার নির্দেশদাতা আসেম আবু রাকাবাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। হামাস যোদ্ধাদের প্যারাগ্লাইডারে ইসরাইলে প্রবেশ করার নির্দেশও দিয়েছিলেন তিনি। খবর বিবিসির। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এক্সে (সাবেক টুইটার) বলেছে, হামাসের বিমান অভিযানের প্রধান আসাম আবু রাকাবাকে ইসরাইলি যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা আঘাত করেছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের ইউএভি (মানবহীন আকাশযান), ড্রোন, প্যারাগ্লাইডার ও আকাশ প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন আবু রাকাবা। আবু রাকাবার নিহতের বিষয়ে এখন পর্যন্ত হামাস কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাছাড়া আল জাজিরা স্বতন্ত্রভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিন সংঘাত আজ ২২তম দিনে গড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭ হাজার ৩২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা দুই হাজার ৯১৩। জাতিসংঘের হিসাব মতে, এখন পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ। অপর দিকে হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।