জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি সরকার দিয়েছে। অনুমতি নিয়ে প্রধান বিচারপতির বাড়িতে তারা হামলা করেছে, তারা জ্বালাও পোড়াও করেছে। তারাই আবার হরতাল দিয়েছে। বিএনপির হরতাল মানুষ প্রত্যাখ্যান করবে। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগে জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিরীন আখতার আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্র ঠেকাতে জাতীয় সমাজতান্ত্রিক দল ঐক্যবদ্ধ। কোনোভাবেই বিএনপি জামায়াতকে সফল হতে দেওয়া যাবে না। যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা দেশের শত্রু ও দশের শত্রু। সেনবাগ উপজেলা জাসদের সভাপতি মো. গিয়াস উদ্দিন রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল। অনুষ্ঠানে জাসদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, কেন্দ্রীয় নেতা মোঃ শাহ আলম, প্রকৌশলী হারুনুর রশিদ সুমন, নোয়াখালী জেলা জাসদের সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশি, সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আল ফয়সাল, এস এম রহিম উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃত্বে হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলে জাসদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।