পাকিস্তানের অধিনায়ক বাবর আজম চলতি বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশ ভারতে গিয়ে বিয়ের বাজার করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে; তা প্রত্যাখ্যান করেছেন। জিও নিউজ জানিয়েছে, বাবরের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা এমন খবর একবারে উড়িয়ে দিয়েছে। এর আগে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, গ্রিন শার্টধারীদের অধিনায়ক কলকাতায় অবস্থানকালে বিয়ের জন্য কেনাকাটা করেছেন। ভারতীয় মিডিয়া দাবি করেছে, পাকিস্তানের তারকা ব্যাটার ৭ লাখ ভারতীয় রুপি মূল্যের একটি ডিজাইন করা শেরওয়ানিসহ গহনা এবং পোশাক কিনেছেন। তবে বাবর আজম এমন খবরকে ‘কঠোরভাবে’ প্রত্যাখ্যান করেছেন। তাকে প্রতিনিধিত্বকারী ওই সংস্থা বলেছে, ‘আমরা দৃঢ়ভাবে কিছু মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত সম্পূর্ণ মিথ্যা প্রতিবেদন প্রত্যাখ্যান করছি, যেখানে বলা হয়েছে যে- ক্যাপ্টেন বাবর আজম চলমান বিশ্বকাপের মধ্যে ভারতে পোশাক এবং গয়না কেনাকাটা করেছেন। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, খবরটি বাবরের কাছেও একটি ‘বিস্ময়’ হিসেবে মনে হয়েছে। ‘আমরা স্পষ্টভাবে এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি এবং এই জাতীয় মিডিয়া আউটলেটগুলোকে ভুল তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর আগে সত্য-মিথ্যা পরীক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনাদের ধন্যবাদ,’ বিবৃতিতে যোগ করা হয়েছে।