রাণীশংকৈলের ন্যাশনাল ব্যাংকের শুভ উদ্বোধন

প্রকাশিতঃ নভেম্বর ৮, ২০২৩ | ৮:৫৫ অপরাহ্ণ
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বন্দর শিমুলতলায় ৮নভেম্বর সকাল ১১টার সময় ন্যাশনাল ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। উপ শাখার সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন সারোয়ার মোরশেদ ন্যাশনাল ব্যাংক। এ অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে.প্রধান অতিথি হিসেবে এই উপশাখার শুভ উদ্বোধন করেন এস ই ভি পি ও বিভাগীয় প্রধান ও ব্রাঞ্চেস অপারেশন ভিশনের নিজাম উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ারা আগাম মুন্না. পৌর মেয়র মোস্তাফিজুর রহমান. সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম. আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ. ওরা আওয়ামী লীগ সভাপতি আলম সরকার. ঠিক আছে আর কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী( জাপা) আবু তাহের. বণিক সমিতির সভাপতি ও সাবেক মেয়র মোখলেসুর রহমান. রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী. কবি সাহিত্যিক ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম সহ বিভিন্ন ব্যবসায়ী..রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকাবাসী এবং সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ও সাহিত্যিক প্রশান্ত বসাক