খোকসায় দেশীয় তৈরি আগ্নে অস্ত ও ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার ১

প্রকাশিতঃ নভেম্বর ১২, ২০২৩ | ৬:২৩ অপরাহ্ণ
জাহাঙ্গীর আলম রানা, খোকসা উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া

খোকসা ওসমানপুর ইউনিয়নের উত্তরপাড়া ওয়াজেদ আলীর বসত বাড়ির পশ্চিম পাশে বাঁশ বাগানের মধ্যে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মোঃ ইদ্রিস (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। শনিবার(১১ নভেম্বর) রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে খোকসা থানা পুলিশ। গ্রেফতার মোঃ ইদ্রিস (৩০), কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন ওসমানপুর ইউনিয়নের দেবীনগর এলাকার হায়দার মেম্বারের ছেলে। তিনি ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্ৰামে বসবাস করেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ওসমানপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মোঃ ইদ্রিস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।