সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী এবং স্বেচ্ছাসেবী সংস্থা মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার মাঝে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে ১২ নভেম্বর রবিবার বেলা বারোটার সময় ২১২ জন রোগীর মাঝে এক কোটি ছয় লক্ষ টাকা, প্রতি রোগীর মাঝে পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করেন, আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য মাগুরা ১। উক্ত অনুষ্ঠানটির আয়োজন করেন, জেলা প্রশাসন, মাগুরা ও বাস্তবায়নে ছিল, জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক মাগুরা। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন আপনারা যারা অসুস্থ আল্লাহপাক আপনাদেরকে সুস্থ করে দিন সেই সঙ্গে বলবো এই জাতীয় রোগ যেন কোনো মানুষের না হয়। আগামীতে আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমরা আপনাদের এই টাকা অনলাইনের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার) পুলিশ সুপার, মাগুরা পরিবর্তে মোহাম্মদ কলিমুল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার, মাগুরা। বীর মুক্তিযোদ্ধা আ. ফ. ম আব্দুল ফাত্তাহ , সভাপতি, জেলা আওয়ামী লীগ, মাগুরা। পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান, জেলা পরিষদ, মাগুরা ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, মাগুরা। বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাগুরা সদর, মাগুরা। মোঃ খুরশিদ হায়দার টুটুল, মেয়র, মাগুরা পৌরসভা। ডাক্তার মোঃ শামীম কবির, সিভিল সার্জন, মাগুরা। মোঃ জাহিদুল আলম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা।