গাজার পার্লামেন্ট দখল করেছে ইসরাইলি সেনাবাহিনী

প্রকাশিতঃ নভেম্বর ১৫, ২০২৩ | ১০:৪১ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার বলেছে, তারা গাজার পার্লামেন্ট ভবন এবং গাজা শহরের হামাস দ্বারা পরিচালিত অন্যান্য সরকারী প্রতিষ্ঠান দখল করেছে। আরও বলেছে, সেনারা ফিলিস্তিনি ভূখন্ডে তাদের আক্রমণ প্রশস্ত করেছে। বুধবার প্রকাশিত এএফপির খবরে বলা হয়েছে, সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক ইউনিটগুলো হামাস সংসদ, সরকারী ভবন, হামাস পুলিশ সদর দপ্তর দখল করেছে। এছাড়াও একটি প্রকৌশল অনুষদ যা অস্ত্র উৎপাদন ও উন্নয়নের জন্য একটি প্রতিষ্ঠান হিসাবে কাজ করেছিল সেটিও নিয়ন্ত্রণে নিয়েছে বলেও জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামাসের সরকারী প্রতিষ্ঠানগুলো ৭ অক্টোবর ইসরাইলে অভিযানের প্রস্তুতির প্রশিক্ষণ সহ সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। তবে হামাস প্রতিষ্ঠান দখলের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর ঘোষণা প্রত্যাখ্যান করেছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপটি ছিল বিজয় তৈরির একটি মনগড়া প্রচেষ্টা এবং খালি স্থান বা পূর্বে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা স্থানগুলির কাল্পনিক নিয়ন্ত্রণ।