বর্তমানে হরতাল অবরোধের কার্যক্রম চলছে, এই হরতাল অবরোধ কর্মসূচির নামে নাশকতা সৃষ্টিকারোদের কঠোর হস্তে দমন করার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শালিখা থানা পুলিশ। তাছাড়া হিন্দু ধর্মাবলীদের মাগুরার শালিখা উপজেলায় কাত্যায়ানী পূজার মধ্যে শালিখা থানা পুলিশ কড়া নজরদারি রাখছে। নাশকতাকারীকে কোন প্রকারের ছাড় নয়, উপজেলায় যারা নাশকতা করছে বা নাশকতার পরিকল্পনাকারী,গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের জন্য শালিখা থানা পুলিশের কঠোর হুঁশিয়ারি। শালিখা থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, মাগুরা জেলা পুলিশ সুপার মশিউউদ্দৌলা রেজা পিপিএম (বার) এর দিকনির্দেশনায় শালিখা থানা এলাকায় সর্বত্রই আমাদের টহল পুলিশ নিয়োজিত আছে। জনগণের মাঝে ভীতি সৃষ্টিকারী, গুজব,গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোন প্রকারের ছাড় নয় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কে কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরো বলেন, নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে শালিখা থানা পুলিশ। শালিখা থানা এলাকায় কোন প্রকার সহিংসতার পরিবেশ সৃষ্টি ও নাশকতা ঘটাতে দিব না। কেউ নাশকতার বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোর ভাবে দমন করা হবে। উপজেলা সর্বত্রই যাতে কেউ নাশকতা না করতে পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে শালিখা থানা পুলিশ। গতকাল (১৮নভেম্বর) বিকালে শালিখা থানা পুলিশের মহড়ায় বিভিন্ন বাজার ও রাস্তা প্রদক্ষিণ শেষে প্রেস ব্রিফিংএ এসব কথা বলেন তিন।