চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেন্সিডিল সহ সজিব গ্রেফতার

প্রকাশিতঃ নভেম্বর ২৭, ২০২৩ | ৮:২৮ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখাতে অপরাধীকে আইনের আওতায় আনার অগ্রণী ভূমিকা র‌্যাবের। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৭ নভেম্বর সোমবার বেল ০৯:০০ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট বহলাবাড়ী মোথাবোনা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সজীব (৩০), পিতা-মোঃ মতিবুর ওরফে মোতা, মাতা- মোছাঃ লাইলী বেগম,সাং-আজমতপুর (মন্ডলটোলা),থানা-শিবগঞ্জ,জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে ১৩৩ বোতল ফেন্সিডিল, মোটর সাইকেল-০১টি ও মোবাইল ফোন-০১টি সহ হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকায় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে মোটরসাইকেল এর গতি রোধ করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করলে ধৃত আসামীর হেফাজতে থাকা মোটরসাইকেলের তেলের টাংকি, সীটের ভিতর সহ বিভিন্ন অংশে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।