আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে- ১, ২, ৩ ও ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন- আনোয়ার খাঁন, নূরউদ্দিন চৌধুরী নয়ন, গোলাম ফারুক পিংকু ও ফরিদুন্নাহার লাইলি। গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকার প্রার্থীদের নামের ঘোষণা করেন। লক্ষ্মীপুর ৪টি আসনের নৌকার মাঝিরা হলেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) ফরিদুন্নাহার লাইলি তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংরক্ষিত মহিলা ১৮ আসনের সংসদ ছিলেন। উল্লেখ্য, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বিভিন্ন পর্যায়ের ৩৩ জন আওয়ামীলীগের নেতা। এর মধ্যে দলীয় ৪ জনকে নৌকার মাঝি হিসাবে ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগ। তবে লক্ষ্মীপুরে অন্য রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এমনেই আলোচনা হচ্ছে নেতাদের মধ্যে। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগের নেতাদের মধ্যে থেকে শুনাযাচ্ছে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা।