যাত্রাবাড়ীতে রাইদা পরিবহণে আগুন

প্রকাশিতঃ নভেম্বর ৩০, ২০২৩ | ৮:০৮ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে রাইদা পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ট্রাফিক ওয়ারী জোনের টিআই আলমগীর হোসেন বলেন, রাইদা পরিবহণের বাসটি যাত্রী নিয়ে গোলাপবাগের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি সায়েদাবাদ জনপথ মোড়ে পৌঁছলে দুর্বৃত্তরা তাতে আগুন দেয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।