রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ মাদককারবারী সাবিয়ার রহমান স্বাধীনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পিরিজপুর বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বাধীন ওই এলাকার মৃত বাইতুল ইসলামের ছেলে। র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পিরিজপুর বাগানপাড়া গ্রামস্থ মাদক কারবারি সাবিয়ার রহমান স্বাধীন (৫০) এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই মাদক কারবারি সাবিয়ার রহমান স্বাধীন এর বসত বাড়ীতে র্যাবের গোয়েন্দা টিম পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কারলে ১ ব্যক্তি বাড়ির ভিতর হতে ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে তাকে হাতে নাতে বসতবাড়ীর ভিতর আটক করে। পরবর্তীতে সে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রয়েছে। র্যাবের টিম তল্লাশী করে স্বাধীদের মালিকানাধীন বাঁশঝাড় সংলগ্ন উত্তর পাশে ময়লা স্তুপের নিচে মাটির আনুমানিক ২ ফিট গভীরে অভিনব কায়দায় পোতানো অবস্থায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।