মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি, বিদেশি স্ত্রীসহ বাংলাদেশি গ্রেফতার

প্রকাশিতঃ ডিসেম্বর ১০, ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে এক বাংলাদেশি এবং তার ইন্দোনেশিয়ান স্ত্রীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার জহুরবারু ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার জহুর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ অপস সেরকাপ নামে অভিযান পরিচালনা করে। এ সময় পাসির গুদাংয়ের একটি ফ্ল্যাটে নকল ভিসা বানানোর সরঞ্জাম ও পাসপোর্টসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতার করা হয় আরও বেশ কয়েকজন এজেন্টকে। জহুরবারু ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহিরকে উদ্ধৃত করে শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার খবরে বলা হয়েছে— অভিযানের সময় একটি আলমারিতে লুকিয়ে রাখা বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের ১৩টি পাসপোর্ট ও নগদ ৩৪ হাজার ৯৮৩ রিঙ্গিত জব্দ করা হয়েছে। এই চক্রটি গত এক বছর ধরে শ্রম বিভাগের ভ্রমণ নথি, ফ্লাইট টিকিট, ই-ভিসা এবং নিবন্ধন পরিষেবা জালিয়াতির সঙ্গে জড়িত ছিল।