বগুড়ায় দুদিনব্যাপী বিডিএফএ উত্তরবঙ্গ গরুমেলায় ১৩ কোটি টাকায় বিভিন্ন জাতের ৩০৩টি গরু বিক্রি হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে খামামিরা তাদের শৌখিন গরু নিয়ে বগুড়া সদরের গোকুল এলাকায় মম ইন ইকোপার্কে আয়োজিত মেলায় আসেন। জনগণ র্যাম্প শোতে প্রদর্শন করা গরুর ওজন, উচ্চতা ও গঠন দেখে ক্রয় করেন। রোববার সন্ধ্যায় মেলার প্রধান সমন্বয়ক ও বগুড়া ভান্ডার এগ্রো ফার্মের মালিক তৌহিদ পারভেজ বিপ্লব এ তথ্য দেন। তিনি জানান, প্রথমবারের মতো এ মেলায় ২১৬টি স্টলে চার শতাধিক বিভিন্ন জাতের গরু প্রদর্শন ও বিক্রির জন্য আনা হয়। শুক্র ও শনিবার দুদিনের মেলায় র্যাম্প শোর মাধ্যমে খামারিরা প্রায় ১৩ কোটি টাকায় ৩০৩টি গরু বিক্রি করেছেন। এতে খামারিরা লাভবান হয়েছেন। তিনি আশা করেন, ভবিষ্যতে এমন মেলার আয়োজন করা হবে। শুক্রবার সকালে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ-সদস্য রাগেবুল আহসান রিপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। উত্তরবঙ্গের ১৬ জেলার বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, ব্রাহমা মুরগি, কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণী নিয়ে মেলায় অংশ নেন। মেলার ফাঁকে ফাঁকে গরুর র্যাম্প শোর আয়োজন করা হয়। সেখানে সুসজ্জিত গরুগুলোকে লাইটের আলোতে হাঁটানো হয়। একজন মাইকে গরুর সম্পর্কে বর্ণনা দেন। গরুর জাত, ওজন, দাম বললে ক্রেতারা পছন্দের পর দরদাম করে কেনেন। মেলার প্রধান আকর্ষণ আমেরিকান ব্রাহমা জাতের এক টন ওজনের গরু ৪০ লাখ টাকায় বিক্রি করা হয়। শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশ নেওয়া ৭৫ খামারিকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।