বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ান তারকারা

প্রকাশিতঃ ডিসেম্বর ১১, ২০২৩ | ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। দলের বাজে পারফরম্যান্সের জন্য অধিনায়ক বাবর আজম নিজেও দায়ী। অধিনায়ক হিসেবে প্রত্যাশিত রান করতে পারেননি বাবর। বিশ্বকাপ শেষে কঠোর সমালোচনার মুখে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার শঙ্কায় নিজেই দায়িত্ব ছেড়ে দেন অধিনায়ক বাবর। বিশ্বকাপের পর প্রথমবারের মতো কোনো সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে পাকিস্তান। ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ান তারকা বোলাররা। অস্ট্রেলিয়ার অধিনায়ক পেসার প্যাট কামিন্স বলেন, ‘বাবরের খুব বেশি দুর্বলতা নেই। তার টেকনিক খুবই নিখুঁত এবং সে মাঠের সবদিকে রান করতে পারে। তাকে নিয়ে কঠিন পরিশ্রম করতে হবে। এই মুহূর্তে বিশ্বের শীর্ষ সারির ব্যাটসম্যানদের মধ্যে আছে সে। তাকে আউট করতে পারাটা তৃপ্তিরই হবে।’ অস্ট্রেলিয়ান তারকা পেসার জশ হ্যাজলউড বলেছেন, ‘বাবর আজম দারুণ মানসম্পন্ন এক খেলোয়াড়। লম্বা সময় ধরেই এই পর্যায়ে আছে সে। শুরুতে বাবর ওয়ানডে ব্যাটসম্যান হিসেবেই আবির্ভূত হয়েছে। পরে নিজেকে বদলে অসাধারণ একজন টেস্ট ক্রিকেটারে পরিণত করেছে। একটু ভুল করলেই সে আপনাকে শাস্তি দেবে এবং বোলারদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করবে।’ আসন্ন টেস্ট সিরিজে বাবর কী করতে পারেন, সেটা নিয়ে অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক বলেছেন, ‘বাবরের ব্যাটিং টেম্পারমেন্ট দুর্দান্ত। তার হাতে সব ধরনের শট আছে। সে একটি ইনিংস গড়তে পারে এবং চরম আগ্রাসীও হতে পারে। প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ বের করে নেওয়ার সামর্থ্য বাবরের আছে। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আশরা করছি, এই সিরিজে বাবরকে আমরা শান্ত রাখতে পারব।’ অস্ট্রেলিয়ান তারকা স্পিনার নাথান লায়নের চোখে বাবর অন্য একপর্যায়ের খেলোয়াড়। তিনি বলেন, ‘বাবর আজম দুরন্ত এক প্রতিভা। আপনি সব সময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চাইবেন এবং সে তাদেরই একজন।’