শালিখায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিতঃ ডিসেম্বর ১৪, ২০২৩ | ৫:২৫ অপরাহ্ন
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় শালিখা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এ্যাড. কামাল হোসেন, চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু, শালিখা থানা অফিসার্স ইনচার্জ মোঃ নাসির উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাস্টার, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক ফারুক সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূণ্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তাদের আত্বত্যাগ বৃথা যায়নি। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আত্ব উপলব্ধির এ দিনে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।