রাশিয়াকে নিয়ে বাইডেনের মন্তব্য ‘জ্ঞানহীন’: পুতিন

প্রকাশিতঃ ডিসেম্বর ১৭, ২০২৩ | ৬:২০ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে জয়ী হলে ন্যাটোর একটি দেশে হামলা চালাবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ জ্ঞানহীন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ভাষণে বলেন, পুতিন যদি ইউক্রেন দখল করেন তবে তিনি সেখানেই থামবেন না। পুতিন ন্যাটোর একটি দেশে হামলা চালাবেন এবং এরপর এমন কিছু হবে যা আমরা কখনো আশা করিনি। মার্কিন সেনারা রুশ সেনাদের বিরুদ্ধে লড়বে। খবর দ্য গার্ডিয়ানের গত ৬ ডিসেম্বর বাইডেনের এ মন্তব্য মস্কোতে ক্ষোভের সৃষ্টি করে। রোববার রোসিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন আবারও তাদের উদ্দেশে ভাষণ দেন। পুতিন বলেন, এটা সম্পূর্ণ বাজে কথা এবং আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন এটা বোঝেন। তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে লড়াই করার কোনো কারণ নেই, আগ্রহ নেই, ভূ-রাজনৈতিক স্বার্থ নেই, অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিকও নেই।