ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। রোববার বিকাল পৌনে ৪টায় সালমা ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে তার ব্যক্তিগত সহকারী ইমরানুল কবির সুমন ও যমুনা গ্রুপের উপব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মো. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অ্যাডভোকেট সালমা ইসলাম দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ এবং ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন তিনি। এরমধ্যে আজ (রোববার) ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন অ্যাডভোকেট সালমা ইসলাম। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ (রোববার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।