সারা দেশের ন্যায় নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে স্বাধীনতার ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন বেসরকারি সংস্থা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শিত হয়। কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)লায়লা আঞ্জুমান বানু, সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, ওসি (তদন্ত) আব্দুল গণি, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম প্রমূখ। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্যদিয়ে দিবসের কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়। সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমির উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।