আইপিএলই ভারতীয় ক্রিকেটকে এতদূর এগিয়ে নিয়েছে: গম্ভীর

প্রকাশিতঃ ডিসেম্বর ২৫, ২০২৩ | ৫:১৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

আইপিএলের কারণেই ভারতীয় ক্রিকেটের এত উন্নয়ন হয়েছে, বলছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর। ২০০৮ সালে প্রথম শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার পর থেকে ভারতীয় ক্রিকেটের উন্নয়ন চোখে পড়ার মতো। ২০১১ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ভারত। সেই দলের অন্যতম সদস্য ছিলেন গৌতম গম্ভীর। গম্ভীরের নেতৃত্বে দুইবার আইপিএল শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের আসন্ন ১৭তম আসরে কলকাতার মেন্টর হিসেবে আছেন ক্রিকেট থেকে অবসরে সংসদ সদস্য হয়ে যাওয়া গম্ভীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) যদি আইপিএল শুরু না করত তাহলে সেটা তাদের সব থেকে বড় ভুল হতো। কারণ, আইপিএলই ভারতীয় ক্রিকেটকে এতদূর এগিয়ে নিয়ে এসেছে। দেশের ক্রিকেটের বিবর্তনে এই প্রতিযোগিতার ভূমিকা সব থেকে বেশি। গম্ভীর আরও বলেন, আইপিএল না হলে হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবদের মতো তারকা কি আমরা পেতাম? হয়তো পেতাম। কিন্তু অনেক পরে। এই প্রতিযোগিতা না থাকলে কি রিঙ্কু সিংহের মতো ক্রিকেটারেরা নিজেদের প্রতিভা দেখিয়ে ভারতীয় দলে সুযোগ পেত? হয়তো না। আইপিএল না থাকলে এত ক্রিকেটার কীভাবে উঠে আসত?