বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের গণসংযোগ

প্রকাশিতঃ ডিসেম্বর ২৬, ২০২৩ | ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির প্রার্থীরা। লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। পথসভা-উঠান বৈঠক করে দিচ্ছেন নানা প্রতিশ্রতি। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনকে স্মার্ট ও উন্নয়নের আধুনিক শহরে রূপান্তরে দলমত নির্বিশেষে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মুক্তি। দুল্লা ইউনিয়নে সোমবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের উৎসবে উপলক্ষ্যে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় উপজেলা জাতীয় পার্টির সম্পাদক নূরউদ্দিন আহমাদ খান সুলতান, শহর জাতীয় পার্টির সভাপতি মির্জা আবুল কালাম উপস্থিত ছিলেন। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে পথসভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল মজিদ। এছাড়া বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সম্পাদক গোলাম সারোয়ার তপন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শরীফ উদ্দিন, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মালেক চান দেওয়ান, জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আল মাসুম রায়হান, সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক। চাঁদপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মহসিন খান সোমবার রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. সিরাজুল ইসলাম সিরু মিজি, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক প্রাদেশিক বিষয়ক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খান, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এইচএম শাহরিয়ার, জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক শরীফ হোসেন পাটোয়ারী। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে লাঙ্গলের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুর পক্ষে তার ছোট ভাই গোলাম আউলিয়া বাবু ও সর্মথকরা রোববার সন্ধ্যায় চাঁদপাশা আরজিকালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়া আহম্মেদ শিল্পী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। যশোর-৪ আসনে অভয়নগরে জাতীয় পার্টির লিফলেট বিতরণ করেন লাঙ্গলের প্রার্থী মো. জহুরুল হক। শুভরাড়া, ভাটপাড়া ও নওয়াপাড়া পৌরসভায় গণসংযোগ করেন। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি সেলিম উদ্দিন সোমবার লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বারের সাবেক পিপি গিয়াস উদ্দিন, জেলা জাতীয় পার্টির সহসভাপতি হুমাইয়ুন আহমদ চৌধুরী, সাবেক সহসভাপতি মজির উদ্দিন চাকলাদার, জেলা শ্রমিক পার্টির সভাপতি শামসুজ্জামান বাবুল, মহানগর যুব সংহতির সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ।