শৈলকুপায় একাধিক দোকানের তালা ভেঙ্গে চুরি

প্রকাশিতঃ ডিসেম্বর ২৬, ২০২৩ | ৬:৩০ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ঝিনাইদহের শৈলকুপাতে একাধিক দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, বাজারের হাজী মার্কেটের অক্ষর লাইব্রেরি, সততা মার্কেটের নাবিল কসমেটিক ও মোল্লা মার্কেটের কাশবন ফ্যাশানে এ চুরির ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী তিন দোকানীর আনুমানিক নগদ লক্ষাধিক টাকা ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোর চক্রটি। এদিকে সবমিলিয়ে অল্প সময়ের ব্যবধানে বাজার ও বাজার সংলগ্ন এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলো। তবে কিছুতেই চোর চক্রকে শনাক্ত করা সম্ভব হচ্ছেনা। চুরি হওয়া দোকান বা বাড়িঘরে সিসিটিভি ফুটেজ থাকলেও চোর চক্রটি বিশেষ কৌশল অবলম্বন করে থাকে। এতে শনাক্ত করা সম্ভব হয়ে উঠছে না। এর আগে গত সপ্তাহে বাজারের একটি মেকানিক্যাল দোকানের তালা ভেঙ্গে চুরি হয়। এছাড়াও কয়েকমাসে এ এলাকায় একাধিক মোটরসাইকেল ও দোকানপাটে চুরি হয়। এলাকাবাসীদের দাবি, এলাকাজুড়ে মাদক কারবারী ও মাদকসেবিদের দৌরাত্ম বেড়েছে। তারা এ ধরনের ঘটনা ঘটেচ্ছে। এতে করে কিছুদিন পর পর এমন চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দোকানী বাকু হোসেন বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে চলে যায়। সকালে শুনি আমার দোকানে চুরি হয়েছে। চোর ক্যাশবক্সে থাকা সবটাকা নিয়ে গেছে। আমার আনুমানিক ৪০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে। এই বিষয়ে শৈলকুপা থানাধীন রামচন্দ্রপুর ক্যাম্পের ইনচার্জ এস আই নাজিম উদ্দিন জানান, চুরি ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন ও সিসি টিভি ফুটেজ সংগ্রহ করছে। সিসি টিভি ফুটেজ যাচাই-বাচাই করে অভিযুক্তদের পরিচয় শনাক্তের কাজ চলছে। https://youtu.be/EAhkqOvq-4I