‘ভোট আমাকে দিতে হবে, পরিষ্কার কথা’ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহর বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট না দিলে ভোটারদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আ.ক.ম সরওয়ার জাহান বাদশাহ। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) রাতে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ হুমকি দেন বলে জানা যায়, তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিও এর বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী বাদশাহ বলেন, ‘আমি কে, আপনারা জানেন এবং চেনেন। আমি দীর্ঘদিন দৌলতপুর উপজেলার তৃণমূল আওয়ামী লীগের ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে সাথে করে কাজ করেছি সুখে দুঃখে পাশে থেকেছি। নির্বাচনের প্রস্তুতিমুলক দলীয় কর্মী সভায় দলের কর্মীদের উদ্দেশ্য নিজের অধিকার নিয়ে বলেছি, এখানে যারা আছেন, ভোট আমাকে দিতে হবে, পরিষ্কার কথা। নৌকা মার্কায় আমাকে ভোট দিতে হবে। এই অধিকার আমার আছে। সুতরাং যার মনে যাই থাকুক না কেন, যতই নাচানাচি-গুতাগুতি করেন না কেন, মনস্থির করেন, শেখ হাসিনার নৌকা মার্কায় বাদশাহকে ভোট দিতে হবে। উল্টাপাল্টা দু-একজন দলের বিরুদ্ধে বকছে, আমার বিরুদ্ধে যত ইচ্ছা বাজে বকুক দলের বিরুদ্ধে বকলে সোজা করে দেব কিন্তু। তিনি বলেন দলের নেতা কর্মীদের দিকনির্দেশনা দেওয়া যদি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হয় তাহলে দলের প্রার্থীরা নির্বাচনটা করবে কি ভাবে। এ বিষয়ে নৌকার প্রার্থী বলেন, দৌলতপুরব্যাপী যে উন্নয়ন হয়েছে সেই জায়গায় অধিকার থেকে চাওয়া হয়েছে। এটার মানে এমন না যে ভোট না দিলে ক্ষতি করা হবে। পূর্বেও যারা দেয়নি তাদের সাথে কোনো অসদাচরণ হয়নি যেটা, ২০১৪ সালে নির্বাচনের পর নৌকার কর্মীদের সাথে হয়েছে। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অপ্রপচার চালিয়ে নির্বাচন বানচাল এর চেষ্টা করা হচ্ছে বলে নেতা কর্মীদের সতর্ক থেকে আগামী ৭ ই জানুয়ারী ২০২৪ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আহবান জানিয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।