ইসরাইলি বর্বরতা : ফিলিস্তিনি শিশুদের নগ্ন করে আটকে রেখেছে

প্রকাশিতঃ ডিসেম্বর ২৮, ২০২৩ | ৯:০০ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবরুদ্ধ গাজায় ইসরাইলি বর্বরতার নতুন নতুন চিত্র বিশ্বে সামনে আসছে। বিভিন্ন গণমাধ্যম সে চিত্র তুলে ধরছে। এবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রকাশ করে এক ভয়াবহ বর্বর চিত্র। যা দেশে শিহরে উঠেছে বিশ্বের শান্তিপ্রিয় মানুষ, তারা অবাক করেছে, এমন বর্বরতাও চালাতে পারে একটি রাষ্ট্র। তারা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে। জানা যায়, ফিলিস্তিন গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী পুরুষদের পাশাপাশি শিশুদেরও নগ্ন করে আটকে রাখার ভিডিও প্রকাশিত হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি বাহিনী উত্তর গাজার একটি স্টেডিয়ামে তাদেরকে জড়ো করে রেখেছে। সিএনএনের প্রকাশিত এক খবরে বলা হয়, ভিডিওটিতে দুটি শিশুকে কেবল আন্ডারওয়্যার পরে হাত উঁচু করে ইসরাইলি সেনাবাহিনীর সদস্যদের নির্দেশে স্টেডিয়ামের ভেতরে যাচ্ছে। আরেকটি ক্লিপে দেখা যায়, ওই শিশু দুটি তাদের পোশাক খুলে আরো কয়েকজন কিশোর ও প্রাপ্তবয়স্ক লোকের সাথে লাইনে দাঁড়াচ্ছে। সিএনএন জিওলোকেশনে ছবির স্থানটি গাজা সিটির ইয়ারমুক স্টেডিয়াম হিসেবে শনাক্ত করেছে। ইউরো-মেটিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, তারা এই স্টেডিয়ামে ফিলিস্তিনিদের আটক রাখার প্রমাণ পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহে ইসরাইলি বাহিনী শত শত ফিলিস্তিনিকে আটক করেছে। ইসরাইলি বাহিনী জানিয়েছে, লোকজনের দেহে বিস্ফোরক না থাকাটা নিশ্চিত করতে তারা তাদের পোশাক খুলতে বলে। ভিডিওতে দেখা যায়, সবার পোশাক খোলা। অনেকের হাত পেছনে বাঁধা। অনেককে হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে বসে থঅকতে দেখা যায়। অনেকের চোখ পর্যন্ত বাঁধা। ভিডিওতে কয়েকজন নারী বন্দীকেও দেখঅ যায়। একটিতে দেখা যায়, পোশাক পরা কয়েকজন নারীর চোখ বেঁধে রাখা হয়েছে। ভিডিওতে ইসরাইলি পতাকা, সামরিক যানবাহন ও বুলডোজারও দেখা গেছে। অমুনাফামূলক ইউরো-মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ১০ বছরের বালক থেকে ৭০ বছরের বৃদ্ধকে পর্যন্ত গ্রেফতার করে আন্ডারওয়্যার ছাড়া তাদের সব পোশাক খুলতে বাধ্য করা হচ্ছে। আর তা করা হচ্ছে অবমাননাকর উপায়ে। সংস্থাটি এ ব্যাপারে তদন্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩২৫ জন। বুধবার (২৭ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফুল কুদরা এই তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফুল কুদরা বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩২৫ জন। তাদের নিয়ে সর্বমোট নিহতের সংখ্যা ২১ হাজার ১১০ জনে পৌঁছেছে। এদিকে, ইরান-সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের দিকে ১৮টি মিসাইল নিক্ষেপ করেছে। বুধবার (২৭ ডিসেম্বর) দেশটির সামরিক বাহিনী ও গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করে। সূত্র : সিএনএন