দৌলতপুর যুবলীগ সভাপতিকে শোকজ

প্রকাশিতঃ ডিসেম্বর ৩০, ২০২৩ | ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল (ঈগল প্রতীক) ও তার সমর্থকদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহম্মেদ টোকন চৌধুরীকে শোকজ করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালের দিকে তাকে শোকজ করা হয়েছে। কুষ্টিয়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আসাফ-উদ-দৌলা আগামী সোমবার (১ জানুয়ারি) সকালে তাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলেছেন। নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, গত বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সাবেক সংসদ সদস্য প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের জ্যেষ্ঠপুত্র ও স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটলের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া মোটরসাইকেল বহর দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হতে তারাগুনিয়া যাচ্ছিলো।যাবার পথে তারাগুনিয়া থানার মোড় এলাকায় প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই বুলবুল আহম্মেদ টোকন চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেল বহর গতি রোধ করে এবং ৫টি মাইক্রো গাড়ি থেকে আনুমানিক ২০ থেকে ২৫ জন সশস্ত্র যুবক নেমে চাইনিজ কুড়াল, চাপাতি, বাটাম, পিস্তল ও শর্টগ্যান নিয়ে মহড়া দেয় এবং শর্টগ্যান ও পিস্তল তাক করে হত্যা করার হুমকি দেয়।এ ঘটনায় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা মাইক্রো যোগে পালিয়ে যায়। যা ২০০৮ এর নির্বাচনী আচরণবিধি ১৪ এর লঙ্ঘন। এজন্য তাকে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল ও দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহম্মেদ টোকন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেন নি।