প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে প্রাথমিকে বই উৎসব উদযাপন করা হয়েছে। বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সকালে চাঁদপুর শহরসহ সারা দেশে প্রাথমিকে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীরা দেশব্যাপী আনন্দঘন পরিবেশে নতুন বছরের পাঠ্যপুস্তক পেয়ে উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে। ১ জানুয়ারি সকাল ১০ টা থেকে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়। প্রাথমিক ও ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম দিনেই সব বই হাতে পেয়েছে। এসময় শিক্ষার্থীরা একযোগে নতুন বই উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখাযায়।তাদের আনন্দে অভিভাবকদের ও খুশি হতে দেখাযায়। এরই ধারাবাহিকতায় আজ ফরাকাবাদ উচ্চ বিদ্যালয়ে এর বই বিতরন অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ৭৭৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া, সহকারী প্রধান শিক্ষক হান্নান মিজি,সিনিয়র ধর্মীয় মাওলানা কবির আহমেদ ওসমানী, সহকারী শিক্ষিকা লাকি মজুমদার, দীপা পাল,আমিনা ইসলাম, নাহার আক্তার, তাসলিমা আক্তার, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোক্তার হোসেন মিজি,মাসুদ মাসুম ঢালি ,অফিস স্টাফ আবুল কালাম,মাসুম খান,ফয়সাল মিজিসহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে চাঁদপুর জেলায় অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত সহ অন্যান্যরা। প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুর জেলায় প্রাথমিক পর্যায়ে প্রায় ১২ লক্ষ ৩৬ হাজার এবং মাধ্যমিক পর্যায়ে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।