সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তা (ভর্তুকি) মূল্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃষকদের মধ্যে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আজিজুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬ জন কৃষকের মধ্যে সরকারি ভর্তুকি মূল্যে ৩টি রিপার মেশিন (ধান কাটার যন্ত্র), ৭টি রিপার বাইন্ডার (ধান কাটার যন্ত্র) এবং ৬টি রাইস ট্রান্সপ্ল্যান্টার (ধানের চারা রোপনের যন্ত্র) বিতরণ করা হয়েছে।